ইউএনডিপির সফটওয়্যার বানাবে বাংলাদেশের ড্রিম৭১

18 Apr ইউএনডিপির সফটওয়্যার বানাবে বাংলাদেশের ড্রিম৭১

দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড এবার সফটওয়্যার নির্মাণ করবে ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) তুরস্কের জন্য। ইউএনডিপি তুরস্কের একটি আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণ করে কারিগরি এবং আর্থিক প্রস্তাবের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয় বাংলাদেশের এ প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, এর আগেও ইউএনডিপি বাংলাদেশ এবং ইউএনডিপি পূর্ব তিমুরের সঙ্গে কাজ করেছে ড্রিম৭১। ড্রিম৭১ সূত্র এবং ইউএনডিপির ওয়েবসাইট ঘেঁটে জানা গেছে, সফটওয়্যারটি মূলত তৈরি হচ্ছে তুরস্কে অবস্থানরত সিরিয়ার শরণার্থীদের জন্য। ‘ডিজিটাল ওয়ার্ক প্লাটফর্ম’ নামের এ সফটওয়্যারটি সব ফ্রিল্যাংসিং সাইটের জন্য একটি ইন্টিগ্রেটেড প্লাটফর্ম হিসেবে কাজ করবে।

ইউজাররা সিঙ্গেল সাইনিংয়ের মাধ্যমের অনেক ফ্রিল্যাংসিং সাইটে বিড করা এবং কাজ করার সুযোগ পাবে। যেহেতু তুরস্কের অবস্থানরত অধিকাংশ শরণার্থীদের কোনো আন্তর্জাতিক কার্ড নেই, সেহেতু এ প্লাটফর্মের মাধ্যমে লোকাল মুদ্রায় তারা অর্থ উত্তোলনের সুযোগও পাবে।

সফটওয়্যার তৈরি হবে ইংরেজি, আরবি এবং তার্কিশ ভাষায়। এ প্রসঙ্গে জানতে চাইলে ড্রিম৭১-এর ব্যবস্থাপনা পরিচালক এবং বেসিস পরিচালক রাশাদ কবির বলেন, যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারাই অনেক বড় প্রাপ্তির ব্যাপার। আন্তর্জাতিক দরপত্রে বাংলাদেশি কোম্পানিগুলোর এ সাফল্য বৈশ্বিক বাজারে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে বলে তিনি উল্লেখ করেন।

নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ড্রিম৭১ আন্তর্জাতিক বাজারে আরও ভালো করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, বাংলাদেশ থেকে এখন প্রায় ২০০টির মতো সফটওয়্যার কোম্পানি বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার এবং তথ্য-প্রযুক্তি সেবা রফতানি করছে। ২০১৮ সালে এ খাত থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় অর্জন করেছে বাংলাদেশ। ২০২৫ সাল নাগাদ তথ্য-প্রযুক্তি খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের আশা বাংলাদেশের।

https://www.jugantor.com/todays-paper/it-world/373624/%E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%9F%E0%A6%93%E0%A7%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%AD%E0%A7%A7?fbclid=IwAR2UTRh42ypcEcLaXfxfc5rGjWSfKKUsI0XmUesQpYWsfRaj_oBL94BlqWs

No Comments

Post A Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.