
04 Oct Dream71 Brings new game ‘Monkey VS Bananaman
স্বপ্ন আকাশ ছোঁয়ার, কিন্তু দাঁড়ানোর প্ল্যাটফর্ম নেই। ‘ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড’ দাঁড় করাতে পেরে এবার সেই ‘নেই’টাও ঘুচে গেছে। এখন সময়, সামনে এগিয়ে যাওয়ার। বলছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে বের হওয়া ক’জন তরুণ ও তাদের গেইম তৈরির প্রতিষ্ঠানের কথা।মাত্র চার মাস আগে দাঁড় করানো এই গেইমস প্লাটফর্মের তরুণ প্রতিষ্ঠাতারা কেবল নিজেদের নয়, দেশের আরও কিছু শিক্ষিত বেকারদের কর্মসংস্থান তৈরি করতে চান। সেজন্য তাদের কাজও চলছে বিরামহীনভাবে, প্রচারের আড়ালে।
ড্রিম৭১ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাশাদ কবির। তার সাথে আছেন স্টেট ইউনিভারসিটি থেকে পাশ করা নুর ফারাজি, রুয়েটের আহসান মুজাহিদ এবং কুয়েটের আসাদ হোসাইন ও জাদিদ বিন হাবিব। গ্রাফিক্সে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহসান হাবিব এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাকিব হাসান। প্রত্যেকের বিশ্বাস, কাজ করলে গেইম ও অ্যাপ্লিকেশনে একদিন বাংলাদেশসহ সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে তাদের প্রতিষ্ঠান।
ইতোমধ্যেই রাশাদরা ‘মানকি ভার্সেস ব্যানানাম্যান’ নামের একটি মজাদার গেইম বানিয়েছেন। নানান প্রযুক্তি ও গ্রাফিক্সের তৈরি এই গেইম একদল উড়ন্ত কলা ও এক দুষ্ট বানরকে নিয়ে।গেমটিতে প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে জেট-প্যাকের সহায়তায় আকাশে উড়তে সক্ষম বানানাম্যান চরিত্রের কলাগুলো। তাদেরকে আক্রমণ করে নিচে নামানোর যারপরনাই চেষ্টা দুষ্ট বানরের। এখন খেলার সময় গেইমারকে বাঁচাতে হবে এই বানানাম্যানদের!কিন্তু সাবধান! আকাশে উড়তে সক্ষম কিছু সুন্দরী বানরও থাকবে, তাদের উড়ার পথে বাঁধা হওয়া যাবে না। ১৫ ডিসেম্বর গেইমটি গুগল প্লে-স্টোরে ছাড়া হয়। এখান থেকে আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা বিনামূল্যে গেইমটি ব্যবহার করতে পারবেন। তবে শিগগিরই তা আইফোনের জন্যও ছাড়া হবে বলে জানিয়েছেন রাশাদ কবির। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এই লিঙ্ক থেকে গেইমটি ডাউনলোড করতে পারবেন। রাশাদ কবিরের সাথে কথা বলে জানা গেছে, বাংলাদেশের বিকাশমান খাতগুলোর একটি হলো গেইমিং ইন্ড্রাস্টি। তাই চাকরির চিন্তা না করে তিনি পুঁজি বিনিয়োগ করেন ড্রিম৭১ –এ। এখন পরিচিত প্রকৌশলী ও ডিজাইনার বন্ধুদের নিয়ে নীরবে চলছে তাদের কার্যক্রম। ড্রিম৭১ এর অফিস বসুন্ধরা আবাসিক এলাকায়। প্রতিষ্ঠানটি বর্তমানে গেইম , এপ্লিকেশন ও ওয়েব সল্যুশন নিয়ে কাজ করছে।বিস্তারিত জানতে ক্লিক করুন এই ঠিকানায়
No Comments