10 Feb ভূটানে যাচ্ছে ড্রিম৭১
ভূটানে অফিস খুলতে যাচ্ছে বাংলাদেশের আইটি কোম্পানি ড্রিম৭১। সেখানে ভূটান সরকারের বিভিন্ন অটোমেশনের কাজ করবে এই সফটওয়্যার কোম্পানিটি।
বুধবার (২২ জানুয়ারি) ভূটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী কারমা ডোনেন ওয়াংডিয়ের সঙ্গে বৈঠকে সেখানে অফিস খোলার সবুজ সঙ্কেত পেয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির।
বৈঠকে ভূটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মিস ফুব জ্যাম উপস্থিত ছিলেন। অপরদিকে
ড্রিম৭১- এর প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটি সেলস টিমের দুই সদস্য- কাজী রুহুল আবরার ও নাজমুল গণি।
বৈঠকে নেতৃত্ব দেয়া ড্রিম৭১ এর ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির ডিজি বাংলাকে জানান, বৈঠকে ভূটান এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আমি ভূটানে ড্রিম৭১ এর অফিস খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করি। ভূটানের মাননীয় মন্ত্রী এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
প্রসঙ্গত, বাংলাদেশসহ ১০টি দেশে সফটওয়্যার রফতানি করছে ড্রিম৭১। বাংলাদেশ ছাড়াও সাইপ্রাসে প্রতিষ্ঠানটির অফিস রয়েছে।
No Comments