অনলাইন মার্কেটপ্লেস তৈরিতে বিসিকের সঙ্গে কাজ করবে ড্রিম৭১

01 Jun অনলাইন মার্কেটপ্লেস তৈরিতে বিসিকের সঙ্গে কাজ করবে ড্রিম৭১

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে অনলাইন মার্কেটিং প্লাটফর্ম তৈরির লক্ষ্যে পরামর্শক সংস্থা Dream71 Bangladesh Ltd-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

২৮ মে বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি), উত্তরা ঢাকায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিসিক সচিব মো. মফিদুল ইসলাম এবং পরামর্শক সংস্থা ড্রিম৭১-এর ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বিসিক অনলাইন মার্কেটিং প্লাটফর্ম তৈরির লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, বিসিক অনলাইন মার্কেটিং প্লাটফর্মে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য সারা দেশে বিসিকের ৬৪টি জেলা অফিস ও ৭৬টি শিল্পনগরীতে ডিসপ্লে সেন্টার ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে।

ওই ডিসপ্লে সেন্টার ও বিক্রয় কেন্দ্রগুলো স্থাপনের অবকাঠামোগত সুবিধা বিসিকের রয়েছে। বিসিক চেয়ারম্যান আরও বলেন, অনলাইন মার্কেটিং বর্তমান ডিজিটাল যুগের বাস্তবতা। করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিসিক অনলাইন মার্কেটিং প্লাটফর্মে পণ্য বিপণনের মাধ্যমে উদ্যোক্তারা উপকৃত হবেন। ড্রিম৭১-এর ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির বলেন, বিগত কয়েক বছরে অনলাইনে কেনাকাটার চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে।

সামনের দিনে এ চাহিদা আরও বাড়বে। বিসিকের সঙ্গে হাতে হাত মিলিয়ে সুন্দর একটি প্লাটফর্ম মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে উপহার দিতে চান বলে তিনি উল্লেখ করেন।

চুক্তি স্বাক্ষরের পর বিসিক অনলাইন মার্কেটিং প্লাটফর্মের সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন (এসআরএস) চূড়ান্তকরণের নিমিত্ত দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিসিক অনলাইন মার্কেটিং প্লাটফর্মে সারা দেশের ক্ষদ্র, কুটির, মাঝারি শিল্পোদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিপণনের সুযোগ পাবেন।

 

https://www.jugantor.com/todays-paper/it-world/425773?fbclid=IwAR1bniinuu4V2MqvXNS4rXR12XL7fz2VyzOzAOLPdjA10Hi8yr9b_uwRIHU

No Comments

Post A Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.